সোমবার , ডিসেম্বর ৯ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের টেন্ডার নিয়ে জালিয়াতি ও দুর্নীতি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের টেন্ডার নিয়ে জালিয়াতি ও দুর্নীতি

কুড়িগ্রাম প্রতিনিধি:
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুর্নীতি একটি নিয়মিত কর্মস‚চিতে পরিণত হয়েছে। গতকাল দেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পথ্য, ধ‚পি, স্টেশনারী ও নন – স্টেশনারী মালামাল সরবরাহের টেন্ডার গোপন সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে হাসপাতাল কতৃপক্ষ চাপের মুখে উক্ত টেন্ডার বাতিল করেন। যার স‚ত্রঃ জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৯৯৮ তারিখঃ ০৮.০৬.২০২০ ইং। এরই মধ্যে আরেকটি টেন্ডারের দুর্নীতি ও জালিয়াতির খবর উম্মোচিত হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৯জন ক্লিনার ও সিকিউরিটি গার্ড নিয়োগের টেন্ডার ইতোপ‚র্বে সম্পন্ন হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০জন ক্লিনার ও ৯ জন সিকিউরিটি গার্ড নিয়োগ প্রদানের লক্ষ্যে যথাযথ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড চ‚ড়ান্ত দরদাতা হিসাবে মনোনীত হয়। কিন্তু মনোনীত ঠিকাদারের অগোচরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিহ্নিত একটি চক্র গোপনে এই নিয়োগ সম্পন্নের পাঁয়তারা শুরু করে। চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশের পত্র গোপন করে চিহ্নিত চক্রটি প্রতিটি নিয়োগের বিপরীতে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের অপচেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিম হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চুক্তিনামা সম্পাদনের পত্রের জন্যে দাবি জানায়। এর প্রেক্ষিতে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ জাকিরুল ইসলাম এর স্বাক্ষরিত চুক্তিনামার পত্র গত ৩ জুন ২০২০ইং এ স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর মেইলে প্রেরণ করা হয়। স‚ত্রঃ জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৮৬৬/১(৪) তারিখঃ ২০.০৫.২০২০ ইং। এই পত্র প্রাপ্তির ৪ মিনিট পরে তিনি একই মেইলে কার্যাদেশের পত্রটিও পান যার স‚ত্রঃ জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৮৭২ তাং ২২.০৫.২০২০ ইং। চুক্তিনামা সম্পাদন ব্যতিরেকে এবং ১৪ দিন পরে ইস্যুকৃত পত্র প্রাপ্তিতে ঠিকাদার বিস্ময় প্রকাশ করে অসঙ্গতিসমূহ দ‚র করে নতুন করে চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশ প্রাপ্তির লক্ষ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক বরাবর একই তারিখে স্বাক্ষরকৃত পত্র গত ৪ জুন ২০২০ইং এ হাসপাতালে জমাদান ও মেইলে প্রেরণ করেন।
স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী লিখিত অভিযোগে জানান যে, তার স্বাক্ষর, সিলমোহর,
প্যাড জাল করা হয়েছে। তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কোন চুক্তি সম্পাদন করেননি এবং জামানতের ৪৭ হাজার টাকার পে-অর্ডারও প্রদান করেননি। এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ জাকিরুল ইসলামকে ফোন করে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। প্রকৃত ঠিকাদারের সঙ্গে চুক্তিনামা ব্যতিরেকে কার্যাদেশ প্রদানের বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে তার সাক্ষাৎকার চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের চ‚ড়ান্ত ঠিকাদার স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন- বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল বিষয় লিখিত আকারে অবহিত করেছি। আশা করি কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও জানান- সকল বৈধ কাগজপত্র সম্পাদন প‚র্বক তিনি টেন্ডার দাখিল করে যোগ্যতা প্রমান সাপেক্ষে মনোনীত হয়েছেন। বিভিন্ন মিডিয়ায় তার প্রতিষ্ঠানের উত্থাপিত অভিযোগ সম্পর্কে বলেন, যারা জাল জালিয়াতির মাধ্যমে জনবল নিয়োগের পাঁয়তারা করেছে তাদেরই মিথ্যে অভিযোগ এগুলো। বিভিন্ন অনুসন্ধান করে জানা গেছে, কুড়িগ্রাম জেনারেল
হাসপাতালে দীর্ঘদিন যাবৎ প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদ ও জেলা যুবলীগের এক নেতার যোগসাজসে ম‚ল ঠিকাদারকে পাশ কাটিয়ে আউট সোর্সিং এর এই ২৯জন জনবল নিয়োগের পাঁয়তারা চলছে। এটি সফল হলে এই সিন্ডিকেট ৪০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিতে সক্ষম হবে।

About admin

Check Also

কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা শহরে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক …

চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশ্ব শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড …

চিলমারীতে সাবেক ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃত এক পরিবার

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ধান ক্ষেত দেখে বাড়ী ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *