বুধবার , এপ্রিল ১৭ ২০২৪
Home / সারা দেশ / নাগেশ্বরীতে প্রতিপক্ষের কোদালের কোপে ১ জনের মৃত্যু

নাগেশ্বরীতে প্রতিপক্ষের কোদালের কোপে ১ জনের মৃত্যু

মোঃ মজিবর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কোদালের কোপে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। থানায় মামলা করেছেন নিহতের ভাই।

মামলা সুত্রে জানা যায়, বুধবার (১০ জুন) শেষ বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর দক্ষিণ সঠিবাড়ী গ্রামে একটি জমির সীমানা নিয়ে হোসেন আলীর ছেলে নুরুজ্জামান (৩০) এর সাথে আজিম উদ্দিনের ছেলে শাহীনুর রহমান (৩০) কথা কাটাকাটি বাঁধে। এসময় নুরুজ্জামানের পক্ষে তার ভাই নুর ইসলাম (২৬), শহিদুল ইসলামের ছেলে ভাগ্নে রবিউল ইসলাম (১৬) ও শাহীনুর রহমানের পক্ষে শাহ আলমের ছেলে ভাতিজা আব্দুল হাই লিটন (১৮) অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় শাহীনুরের কোদালের কোপে নুরইসলাম, আব্দুল হাই লিটনের দায়ের কোপে নুরুজ্জামান ও রবিউল ইসলাম আহত হয়। আহতদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে শাহিনুর ও আব্দুল হাই লিটন পালিয়ে যায়।

এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নুর ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আফজাল হোসেন (৫২) বাদী হয়ে ১১ জুন সকাল সোয়া ১১ টায় শাহীনুর রহমান, আব্দুল হাই লিটন, শাহীনুরের মা মমেনা বেগম (৫৮) ও স্ত্রী নাজমা বেগম (২৫) কে আসামী করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই অলেশ্বর চন্দ্র শীল বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About admin

Check Also

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *