বুধবার , মে ২৪ ২০২৩
Home / স্বাস্থ্য / কোভিড পজেটিভ মায়েরা অবশ্যই শিশুকে বুকের দুধ দেবেন: ‘হু’

কোভিড পজেটিভ মায়েরা অবশ্যই শিশুকে বুকের দুধ দেবেন: ‘হু’

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মায়েরা সাধারণভাবেই নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখবেন এবং শিশুদের থেকে দূরে থাকবেন না। এ ভাইরাসের ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে শিশুদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। শুক্রবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপি’র।

ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বুকের দুধ খাওয়ানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মাধ্যমে তাদের শিশুদের সংক্রমণের ঝুঁকির বিষয় নিয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা ব্যাপক গবেষণা করেছে।

তিনি বলেন, ‘এতে আমরা জেনেছি মায়ের কাছ থেকে শিশুর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তবে, উচ্চ ঝুঁকির অন্য অনেক রোগের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা ভাল।’

তিনি আরো বলেন, ‘অনেক তথ্য-প্রমাণের ভিত্তিতে এক্ষেত্রে ডব্লিউএইচও’র পরামর্শ হচ্ছে, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে নবজাতক শিশুদের বুকের দুধ পান করান।’

ডব্লিউএইচও’র প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা অনশু ব্যানার্জী ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পরীক্ষায় এখন পর্যন্ত মায়ের বুকের দুধে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

টেড্রস বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসে সন্দেহভাজন বা নিশ্চিত হওয়া মা’দের বুকের দুধ পান করানো অব্যাহত রাখতে উৎসাহিত করতে হবে এবং অসুস্থ থাকলেও তারা তাদের শিশুদের কাছ থেকে আলাদা থাকবেন না।’

About admin

Check Also

কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রক্ত দিন জীবন বাঁচান, বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসিমিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *