মোঃ মোখলেছুর রহমান,ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন)ভারতীয় পণ্যবাহী গাড়ি আসার মধ্য দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানি-রপ্তানির কাজ।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এ বছরের ২৫শে মার্চ ভারতের ধুবরী জেলা লকডাউন করা হলে এ বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও
ওই দিন থেকে বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখে। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রেসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীরা আজ এ বন্দর
দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ শুরু করেছে।
সোনাহাট বন্দর সিন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, সম্পুর্ণ স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা পণ্য আনা নেয়ার কাজ চালু রাখবো। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হবে। সেই সাথে ভারতীয় গাড়ি চালকসহ সংশ্লিষ্ট সকলে যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন সেদিকেও নজর রাখবো।
উল্লেখ্য, এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী, গার্মেন্টস ঝুট, নেট ও পামওয়েল আমদানি করেন ভারতীয় ব্যবসায়ীরা।