মোঃ রাসেল হোসাইন ,বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনায় মশা নিধন কর্মসূচি গ্রহণ করেছে পৌর মেয়র শাহাদাত হোসেন। প্রতিনিয়ত ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২ টায় বরগুনা জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ।
এসময় পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিল। পৌর মেয়র শাহাদাত হোসেন বলেন, পৌরসভার সকল ওয়ার্ডে ওষুধ দিয়ে মশা নিধন করা হবে এবং আজ থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ড এর অলিগলি পাড়া-মহল্লায় আমাদের লোক মশা নিধনের জন্য কাজ করবে। যতদিন এই মশা নিধন না হয় ততদিন আমাদের পৌরসভা কর্তৃক এই কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন মেয়র।