
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আকস্মিক ভাবে িনতুন করে ১০গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে রাস্তা ভেঙ্গে উপজেলা শহরের সাথে রাণীগঞ্জ কাচকোল এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে,ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে এখনো বিপদসীমার ৪৭ সে.মি.উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।বুধবার বিকেল থেকে আকস্মিক ভাবে বুড়ি তিস্তা দিয়ে পানি প্রবেশ করায় নতুন করে প্লাবিত হয়ে গেছে ১০গ্রাম। পানির ¯্রােতে ভেঙ্গে গেছে উপজেলা সদর থেকে ঠগেরহাট হয়ে কাঁচকোল বাজার সড়কসহ
আশপাশের বেশ কয়েকটি রাস্তা। সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
ঠগেরহাট এলাকার হাফিজুর বলেন,বুধবার বিকেল থেকে হঠাত করে বুড়ি তিস্তা খাল হয়ে পানি আসতে শুরু করে এবং এর কয়েক ঘন্টার মধ্যেই ঠগেরহাট,বুরুজের পাড়,নতুন গ্রাম,গৌল বাড়ি,উঁচা ভিটা,মন্ডলপাড়াসহ
প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে।কাঁচকোল এলাকার জাহাঙ্গীর বলেন,গত বছর বন্যায় পানির তোড়ে চিলমারী বন্যা রক্ষা বাঁধ সড়কটি ভেঙ্গে গেলে অজানা কারনে তা মেরামত করা হয়নি। ফলে উলিপুরের একটা অংশ হয়ে বুড়ি তিস্তার মাধ্যমে আকস্মিকভাবে পানি আসলে তা ওই ভাঙ্গা স্থান দিয়ে ঢুকে পড়ায় নতুন করে ১০গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানায় পানির প্রবল ¯্রাোতে সড়ক ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে কাঁচকোলসহ কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন,বুড়িতিস্তা দিয়ে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা সড়ক দিয়ে আকস্মিক ভাবে পানি প্রবেশ করায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।