মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / গরীব অসহায় বানভাসীদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী

গরীব অসহায় বানভাসীদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।এমনিতে কাজ হারিয়ে অসহায় অবস্থা তার উপর গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট হওয়া বন্যায় মানবেতর জীবন যাপন করছেন বন্যাকবলিত এলাকার মানুষ।বন্যার পানি কমলেও কমেনি দুস্থ,গরীব অসহায় বানভাসীদের দুশ্চিন্তা।এই যখন অবস্থা তখন এসব মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে তাদের অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী।
 ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে ও সেনা প্রধান মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করা, বাজার মনিটরিং,সামাজিক দুরত্ব বজায় রাখা,করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা  গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করে চলেছেন।করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন সোমবার (৬ই জুলাই) সকাল ৯টায় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন,গরীব,দুস্থ,অসহায় ও বানভাসী একশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন, কর্পোরাল মাসুদ,সৈনিক মামুন,সাজ্জাদ,সেলিম,আলীম, সোহান ও   উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব লিটু প্রমুখ।

About admin

Check Also

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

মানিকগঞ্জের ঘিওরে ৩১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুরী ইউনিয়নে ৩১ জন শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *