
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যা দূর্গতদের মাঝে প্যাকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
সোমবার সকালে উপজেলার রমনা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে ১‘শ ৬২টি, নয়ারহাট ইউনিয়নের নাইয়ার চরে ১‘শ ৮২, ও চর দুইশো বিঘায় ১‘শ ৪৯টি পরিবার মিলে মোট ৪‘শ ৯৩টি পরিবারের মাঝে জনপ্রতি চাল ১০ কেজি, ডাল
২ কেজি, তেল ২ লিটার, আলু ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, পিঁয়াজ ১ কেজি করে বিতরণ করা হয়।
এসময় ফ্রেন্ডশিপের ম্যানেজার (ফিল্ড অপারেশন) মোঃ শফিয়ার রহমান, ক্লাইমেট এ্যাকশন প্রজেক্টের ইনচার্জ মোঃ লাবিবুল ইসলাম, ক্লাইমেট প্রজেক্ট ম্যানেজার মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।