ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভুরুঙ্গামারী উপজেলায় স্বাস্থ্য কর্মী (সিএইচসিপি) ও তার শ্বাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাড়ালো ১৬। আক্রান্ত দু’জনই ইতিপূর্বে করোনা আক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারির মনজুর আলমের বোন। মনজুর আলমের উপসর্গ দেখা দেয়ার ২/৩ দিন পরেই তাদেরও উপসর্গ দেখা দেয়।
ডা.আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা জানান বিষয়টি অবহিত হওয়ার পরই উক্ত স্বাস্থ্য কর্মী ও তার শাশুড়ির নমুনা সংগ্রহ করে তাদের আইসোলেশনে রাখা হয়।গত ১/০৭/২০২০ তাদের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল(রবি বার) রাতে তাদের ফলাফল পজিটিভ আসে। ভুরুঙ্গামারী সরকারী কলেজ রোডের পাশে অবস্থিত তাদের বাড়িটি লক ডাউন করা হয়েছে। আক্রান্তদের ওষুধ সহ পরামর্শ প্রদান করা হয়েছে। তাদের পারিবারিক প্রোগ্রাম (কচাকাটা) থেকেই কমিউনিটি ট্রান্সমিশন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।