
নাহিদ পারভেজ, কুয়াকাটা থেকেঃ
ফুটেজ:নিউজের সাথে মেইলে দেয়া আছে পটুয়াখালীর কলাপাড়ায় তেইশ ধান, বায়ান্ন ধান ও ঊনপঞ্চাশ ধানের
মানসম্মত বীজ ধান পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কৃষকরা।
মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপক‚লীয় জন কল্যান সংঘের সভাপতি জয়নাল আবেদীন, খলিলপুর কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাচ্চু, জন কল্যান সংঘের সদস্য লাইলী বেগম ও লিপি মিত্রসহ প্রায় শতাধিক কৃষকরা। স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেন, ২০১৯ সালের ০৯ নভেম্বর ঘূর্নিঝড় বুলবুলে কৃষকের ধানের ব্যাপক ক্ষতির কারনে বীজ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে কৃষকের বীজ ধানের ব্যাপক সংকট দেখা দিয়েছে। তবে সরকারীভাবে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে যে বীজ ধান দেওয়া হয়েছে তা কৃষকের তুলনায় খুবই সীমিত। যদি কৃষকগন পরিমানমত বীজ ধান না পায় তবে কৃষি জমি অনাবাদী থাকবে। তাই তারা খুব দ্রæত সরকারীভাবে মানসস্মত বীজ ধান পেয়ে সকল কৃষি জমি আবাদ করতে পারে তার দাবি জানান।