বুধবার , মে ২৪ ২০২৩
Home / সারা দেশ / ফুলবাড়ীতে পাকা সড়কে কাঁদাপানির ছড়াছড়ি চরম ভোগান্তিতে যাতায়তকারী

ফুলবাড়ীতে পাকা সড়কে কাঁদাপানির ছড়াছড়ি চরম ভোগান্তিতে যাতায়তকারী

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি হতে কাশিপুর কলেজ মোড় পর্যন্ত পাকা সড়কটির খড়িবাড়ি বাজার অংশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন ৩০০ মিটার সড়কে জলাবদ্ধতা ও কাঁদা জমে থাকায় চরম ভোগান্তিতে যাতায়তকারীরা।
ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বাজার হচ্ছে খড়িবাড়ী বাজার।প্রতি শুক্রবার এ বাজারে হাট বসে।হাটের দিনে ফুলবাড়ী উপজেলা ছাড়াও বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় খড়িবাড়ি বাজারে।আর তার অধিকাংশ মানুষ ও যানবাহনকে যাতায়ত করতে হয় এ সড়ক দিয়ে। যাতায়তে পোহাতে হচ্ছে দুর্ভোগ।কাঁদাপানি মাড়িয়ে এ পথে যাতায়ত করে রাবাইতারী এস বি বহুমূখী উচ্চ বিদ্যালয়,খড়িবাড়ী জবাব উল্লাহ হাফেজিয়া মাদ্রাসা ও ফাতেমা এতিমখানা,রাবাইতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,আটিয়াবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাবাইতারী মহিলা কলেজ,খড়িবাড়ি ছবিরননেছা দ্বিমুখী দাখিল মাদ্রাসা,কাশিপুর মহাবিদ্যালয়, সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।ভোগান্তিতে বাজার সংলগ্ন তিনটি মসজিদের মুসল্লিরাও। তাছাড়া রাস্তায় জলাবদ্ধতা থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,এশিয়ান ব্যাংক, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স,ব্রাক,আর ডি আর এস বাংলাদেশ,গ্রামীণ ব্যাংক,আশা এর খড়িবাড়ি বাজার শাখা অফিস এ সড়ক সংলগ্ন হওয়ায় বিপাকে পড়তে হয় এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা মানুষদের। সড়কের কাঁদাপানি ছিটকে প্রবেশ করছে রাস্তার দুপাশের দোকানে ফলে ব্যাহত হচ্ছে তাদের বেচা কেনা।
খড়িবাড়ি বাজারের সাধারণ ব্যবসায়ীরা ও ইজারাদার মোহাম্মদ আলী জানান, প্রতি বছর বর্ষায় এখানে জলাবদ্ধতার কারণে দুর্ঘটনার শিকার হন অনেকেই।সড়কটির  এমন বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য।বর্তমানে যা অবস্থা তাতে সড়কটির সংস্কার কাজ জরুরি ভাবে করার দাবি করেন তারা।
সড়কটির জলাবদ্ধতার বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব বলেন- সড়কটির বর্তমান অবস্থা সরেজমিন তদন্তপূর্বক জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মাহফুজার রহমান মাহফুজ
০১৭৭৪৫৭৮৪৭৪
তারিখঃ ৮/৭/২০২০ইং।
Attachments area

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *