
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে বন্যার পনিতে ডুবে রাকু মিয়া(২০)নামে
এক যুবকের করুন মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার থানাহাট
ইউনিয়নের সবুজপাড়া নালারপাড় গ্রামে। মৃত ওই যুবক নালারপাড় গ্রামের হামিদুল হক
এর পুত্র।
এলাকাবাসীর ধারনা বুধবার ভোর ৫টার দিকে বাড়ীর পাশে বন্যার পানিতে জাল দিয়ে মাছ
ধরতে যায় যুবক রাকু মিয়া।মাছ ধরার এক পর্যায়ে মৃগি রোগ দেখা দিলে সবার অজান্তে
পানিতে পরে হাবুডুবু খেয়ে মারা যায় সে। পরিবারের লোকজন সকাল বেলার মাছ ধরা
জালের নিকট রাকু কে দেখতে না পেলে চারিদিকে পানিতে তাকে খুঁজতে শুরু করে।
প্রায় এক ঘন্টা পর পানির নিচ থেকে রাকুর মরদেহ উদ্ধার করে।