চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দীর্ঘমেয়াদী বন্যার কবলে পড়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা। নদ-নদীর পানি কিছুটা কমলেও কমছেনা লোকালয়ের পানি। ২সপ্তাহ থেকে পানি বন্দি রয়েছে উপজেলার লাখো মানুষ।তাই দীর্ঘমেয়াদী বন্যার পানি থেকে উপজেলাকে রক্ষা করতে বন্যানিয়ন্ত্রন বাঁধে নতুন করে ¯øুইসগেইট নির্মাণ এবং পুরোনো ¯øুইসগেইট সংস্কারের
দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।এতে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, অধ্যক্ষ মো. জাকির হোসেন,আ’লীগ নেতা আবু হানিফা রঞ্জু,সাংবাদিক নজরুল ইসলাম সাবু,গোলাম মাহবুব,মামুন অর রশিদ,সাওরাত হোসেন সোহেল,আব্দুল লতিফ মেহেদী, রিয়াদুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম সুজন প্রমুখ।
এসময় উপজেলায় দীর্ঘমেয়াদী বন্যাকে মানব সৃষ্ট বন্যা উল্লেখ করে বক্তারা উপজেলার পাত্রখাতা এলাকায় আংশিক কার্যকর একমাত্র ¯øুইচ গেইটটি সংস্কার ও সুবিধাজনক স্থানে নতুন ¯øুইচগেট নির্মান,কাঁচকোল বুড়িতিস্তা পারের রাস্তা মেরামত, উলিপুর উপজেলার অনন্তপুর এলাকার অরক্ষিত বাঁধকে রক্ষিত করাসহ দীর্ঘমেয়াদী বন্যার পানি নিষ্কাষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয়
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
