চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে এরশাদুল করিম বিপুল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বিপুল চিলমারী উপজেলার বালাবাড়ীহাট রেল ষ্টেশন সংলগ্ন শিকারপাড়ার সফি উদ্দিন আহমেদ এর পুত্র।
জানা যায়, গত এক সপ্তাহ আগ থেকে জ্বর সর্দিতে আক্রান্ত হন বিপুল এবং ধীরে ধীরে শ্বাসকষ্ট দেখা দেয়। দিন দিন তার অবস্থার অবনতি হলে তিনি বেশী অসুস্থ্য হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ১০ টায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ জোবাইর হোসাইন ঘটনার নিশ্চিত করে বলেন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।