
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সামাজিক সংগঠন প্রচেষ্ঠা’র উদ্যোগে বন্যার্ত ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শখের হাট বাজারের বটের তল স্থানে ৬টি গ্রামের প্রায় ১শত বন্যার্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের চাল-ডাল-চিড়া-চিনি-লবন-আলু-খাবার স্যালাইন ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মাহমুদ মিলনসহ সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি প্রমুখ।