
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বানের পানিতে মাছ ধরতে গিয়ে মহ্ধসঢ়;সিন আলী(৫৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রমনা ব্যাপারী পাড়া ব্রহ্মপুত্র নদ এলাকায় এ ঘটনা ঘটে। মহ্ধসঢ়;সিন আলী রমনা ব্যাপারী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মহসিন আলী তার ছেলেসহ রমনা ব্যাপারীপাড়া ব্রহ্মপুত্র নদের কাছে মুট জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তিনি তার ছেলেসহ নদের ¯্রােতে পড়ে যান। পরে তার ছেলে সাতার কেটে তীরে উঠতে পারলেও মহসিন আলীর হাতে জালের দড়ি থাকায় তিনি উঠতে পারেননি। প্রায় ১০মিনিট পর নদের ভাটি এলাকা থেকে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.আকলিমা তাকে মৃত ঘোষনা করেন।