ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস ২০২০ উপলক্ষে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।”প্রতিশ্রুতিবদ্ধ ফ্রন্টলাইনে কাজ করি মানব পাচার নির্মূল করি” এই স্লোগানকে সামনে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউ এস এ আই ডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সন’স (বিসি / টিআইপি) প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মহাবুবুর রশিদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, বিসি টিআইপি প্র-প্রজেক্ট অফিসার
ফরহাদ আলমসহ অনেকে।
এ সময় মানব পাচার প্রতিরোধের বিষয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন বক্তাগন।