
শেষ ষোলোর ফিরতি লেগেও রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে জুভেন্টাসের কাছে একই ব্যবধানে হেরে অ্যাওয়ে গোলে এই টিকেট নিয়েছে লিওঁ। ঘরের মাঠে সিটির কাছে ২-১’এ হার ফিরতি লেগে বড়ো পরীক্ষায় ফেলে রিয়ালকে। শুক্রবার সিটির মাঠে নবম মিনিটে গোল খাওয়ায় সে পরীক্ষা আরো কঠিন হয়ে যায় রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের। ২৮ মিনিটে বেঞ্জামা দলকে সমতায় ফেরালেও ৬৮ মিনিটে সিটির জেসুস গোল করে মাদ্রিদ জায়ান্টদের বিদায় নিশ্চিত করেন।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ২০১৫-১৬ মৌসুমে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে রিয়ালের কাছে সেমিফাইনাল হেরেছিলো ইংলিশ ক্লাবটি। শনিবার লিসবনে লিওঁর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে সিটি। জুভেন্টাসের মাঠে ফরাসি ক্লাবটি ১-২ গোলে হেরেও প্রথম লেগ ১-০’তে জয়ের সুবাদে অ্যাওয়ে গোলে এই টিকেট পায়। তুরিনে ম্যাচের দ্বাদশ মিনিটে পিছিয়ে পড়া ইতালিয়ান জায়ান্টদের ৪৩ মিনিটে সমতায় ফিরিয়ে ৬০ মিনিটে জয়সূচক গোল উপহার দেন রেনালদো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গোলদাতার এ নিয়ে গোল হলো ১৩০টি।