বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
৫১ পিস ভারতীয় মোবাইলসহ মোহাম্মদ বাবু (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সাদিপুর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক বাবু বেনাপোল বড় আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক মোবাইল চোরাচালানী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল এনে সাদিপুর বেলতলা মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদে হাবিলদার মোঃ হাবিবের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১টি ভারতীয় মোবাইলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।