সোমবার , ডিসেম্বর ৯ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

চিলমারীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নিজেদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে তা নিয়ে সারা দেশের বানভাসী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী
বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ২৩৫ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেজ ত্রাণ হিসেবে চাল,আটা,ডাল ও লবণ বিতরণ করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং। এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,রংপুর সেনানিবাস ৩০বীর এর অধিনায়ক
লে.কর্নেল মোঃ হেদায়েতুল ইসলাম পিএসসি,ক্যাপ্টেন মোঃ মিজান উর রশিদ,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি গোলাম মাহবুব,যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার,ওয়ারেন্ট অফিসার মোঃ ফারুক হোসেন, সার্জেন্ট মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন পদবির সেনা সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং জানান,বিভিন্ন এলাকার ন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় পানি বন্দি হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দূর্যোগে চিলমারীর শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।এসব কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে
৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর সদস্যরা নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি আমাদের চলমান প্রক্রিয়া।

About admin

Check Also

কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা শহরে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক …

চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশ্ব শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড …

চিলমারীতে সাবেক ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃত এক পরিবার

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ধান ক্ষেত দেখে বাড়ী ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *