
স্টাফ রিপোর্টার ঃ
গত ৮ই আগষ্ট ভোরে টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশের ডোবা থেকে কুড়িগ্রামের চিলমারীর যুবক মাসুদ ও রংপুর রানীপুকুর এলাকার পানবাড়ী গ্রামের অপর যুবক মামুন এর গলাকাটা লাশ মির্জাপুর থানা পুলিশ উদ্ধার করে। ৭ই আগষ্ট বৃহস্পতিবার মাসুদ সন্ধ্যার দিকে চিলমারী থেকে মটর বাইকে ঢাকা যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেয়। রংপুরে গিয়ে তার বন্ধু মামুনকে সঙ্গে নেয়। এরপর মির্জাপুর মহাসড়কের পাশের ডোবা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার হয়। তাদের দু জনকেই হত্যা করা হয়েছে দাবি করে সোমবার চিলমারীতে মেধাবী কল্যান সংস্থার উদ্যোগে উপজেলার টোলোর মোড়ে মাসুদ হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটনপুর্বক অনতিবিলম্বে খুনিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়ে এক বিশাল প্রতিবাদ মানববন্ধন করা হয়। মাসুদ রানা মেধাবী কল্যান সংস্থার সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এবং তিনি ঢাকার গাজীপুরের কাশিমপুর গ্রামীণ ফ্রেব্রিক্সএন্ডফ্যাশন লিমিটেড এ চাকুরি করতেন। অপর দিকে নিহত মামুন আশুলিয়ার চক্রবর্তী এলাকায় মুদির দোকান করতেন। তারা দুজনে ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজের পাশে এক বাসায় ভাড়া থাকতেন ।
প্রতিবাদ মানববন্ধনে বক্তারা পুর্ব কোন শত্রুতার জেরে নাকি সড়ক দূর্ঘটনায় কিংবা ডাকাতের কবলে পড়ে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপোক্ষে প্রকৃত ঘটনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন মেধাবী কল্যান সংস্থার সভাপতি নুরুল, জাগো সংগঠনের মিজানুর রহমান মিজান, গনকমটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার, সাংস্কৃতিক ও গনমাধ্যমকর্মী নাজমুল হুদা পারভেজ প্রমুখ।