বুধবার , মে ২৪ ২০২৩
Home / জাতীয় / ‘সিপিডি কোন হিসাব ছাড়াই কথা বলছে’

‘সিপিডি কোন হিসাব ছাড়াই কথা বলছে’

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে প্রবৃদ্ধির কথা বলেছে সেটা কোন হিসাব ছাড়াই বলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার (১৭ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুন মুনিম এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হবে। এ কথাগুলো আমি তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেছি। আমি প্রাক্কলন ৮ দশমিক ২ শতাংশ বলিনি। আর সিপিডি বলছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৫ শতাংশ। সিপিডি এটি আন্দাজের ওপর বলেছে। তারা তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেনি। সিপিডির প্রবৃদ্ধি প্রাক্কলন গ্রহণযোগ্য নয়।

সিপিডির বক্তব্যের সমালোচনা করে আ হ ম মুস্তফা কামাল বলেন, সিপিডির বক্তব্য আন্দাজ নির্ভর। তারা আমাদের তথ্য-উপাত্ত কাঁচামালের ব্যবসার মতো মনে করেন।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।  (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *