সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / চাঞ্চল্যকর জিসামনি ঘটনায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

চাঞ্চল্যকর জিসামনি ঘটনায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জে গণধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর কিশোরী জিসামনিকে জীবিত উদ্ধারের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, এ ঘটনায় আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। যেহেতু এতে তিনি অভিযুক্ত, তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) চাঞ্চল্যকর এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজকে প্রধান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেনকে সদস্য করা হয়েছে।

একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে প্রত্যাহার করে পরিদর্শক আবদুল হাইকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *