
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন মাধবপুর গ্রামের মো: আনিসুল রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার ২৪ আগস্ট দুপুরের দিকে আনোয়ার হোসেন নিজ বসত ঘরে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিমান্ত কুমার নির্মল। রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হালিম জানান, মৃত ব্যক্তির গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে।
সোমবার ২৪ আগস্ট রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়েছে রুহিয়া থানা পুলিশ।