মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যার্তদের মাঝে রোটারি ক্লাব অফ উত্তরা লেক ভিউ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান কার্যক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এব উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহীন মিয়া, কারু শৈলী উদ্যোক্তা হাফিজুর রহমান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম রাঙ্গা, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এসময় ১৬০ জন বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিড়া ও সাবান বিতরণ করা হয়।