সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / উলিপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেলে উপজেলা প্রশাসন **

উলিপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেলে উপজেলা প্রশাসন **

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে সরকারি বরাদ্দসহ বিদ্যালয়ের নিজস্ব আয়ের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন।

কুড়িগ্রাম জেলা প্রশাসককে পাঠানো উলিপুর উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের স্বাক্ষরিত পত্রে ( স্মারক নম্বর ০৫.৪৭.৪৯৯৪.০০০.০৫.০২৯.২০-৪৯৬) জানানো হয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হযরত আলীর অভিযোগের আলোকে উপজেলা প্রশাসন কর্তৃক করা তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে আরও বলা হয়, ‘অভিযুক্ত প্রধান শিক্ষক তদন্তকাজে সহযোগিতা করেননি, বরং তিনি পত্র মারফত জানিয়েছেন যে, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তকারীদের কাজ করার কোনও এখতিয়ার (উপজেলা প্রশাসনের) নেই।’

জানতে চাইলে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও অভিযোগকারী হযরত আলী জানান, গত বছরের অক্টোবর মাসে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি পর্যবেক্ষণ ও নিরীক্ষণ কমিটি করে বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয়ের প্রতিবেদন দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করে প্রধান শিক্ষক উৎপল কান্তির বিরুদ্ধে বিদ্যালয়ের অনুকূলে সরকারি বরাদ্দ ও অভ্যন্তরীণ আয়ের প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ, বিদ্যালয় পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মেলে। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম চাঁদকে সেই প্রতিবেদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তিনি কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। পরে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ও উন্নয়ন স্থবিরতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল বরাবর অভিযোগ দায়ের করা হয়।

হযরত আলী আরও বলেন, ‘বিদ্যালয়ের একটি পুকুর ভরাট বাবদ সরকারের টিআর ও কাবিখা প্রকল্প থেকে বিদ্যালয়ের অনুকূলে প্রায় ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ না করে ওই অর্থ আত্মসাৎ করেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। বাণিজ্যিক ঘর বরাদ্দ বাবদ ব্যবসায়ীর কাছে টাকা নিয়ে ওই পুকুর ভরাট করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের জায়গায় নির্মিত ৫৩টি বাণিজ্যিক ঘর বরাদ্দ বাবদ ব্যবসায়ীদের কাছে জামানত হিসেবে এক কোটি পাঁচ লাখ ৯২ হাজার টাকা রশিদ মূলে নেওয়া হলেও নিরীক্ষণ কমিটির কাছে তার ব্যায়ের কোনও হিসাব দিতে পারেননি প্রধান শিক্ষক। মূলত প্রধান শিক্ষক উৎপল কান্তি রায় ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খোরশেদ আলম যোগসাজসে বিদ্যালয়ের এ টাকা আত্মসাত করেছেন।’

উপজেলা প্রশাসনের তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি এখন জেলা প্রশাসকের দফতরে রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির অভিযুক্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, ‘আমার ওপর আরোপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূলত ফায়দা লোটার জন্য কমিটির একজন সদস্য এমন অভিযোগ করেছেন।’

উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত কমিটি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে, এমন তথ্য জানালে প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বহাল থাকাকালে এ ধরনের অভিযোগের তদন্ত তারা করতে পারেন না।’

বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি খোরশেদ আলম চাঁদ জানান, ‘ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যে নিরীক্ষা কমিটি করা হয়েছে আমি তাদের প্রতিবেদন হাতে পাইনি। প্রতিবেদন হাতে পেলে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, উপজেলা প্রশাসন থেকে একটি তদন্ত প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদনটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *