
মোঃ তহিরুল ইসলাম,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
গাছ লাগান, পরিবেশ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করেন। পুলিশ সুপার এর নির্দেশনায় “জীবননগর থানা পুলিশের আয়োজনে” অদ্য ২৯.০৮.২০২০ খ্রিঃ বিকাল ১৪.০০ ঘটিকায় জীবননগর থানা প্রাঙ্গনে দেশীয় ফলের চাহিদা মেটাতে বিভিন্ন প্রজাতির ৪০টি আম গাছ এবং বজ্রপাত রোধে ১২টি তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোল্লা মোহাম্মদ সেলিম সহ জীবননগর থানার সকল অফিসার-ফোর্সগন।
এসময় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, পৃথিবীর ভারসাম্য রক্ষায় সরকারী অফিস, নিজের বাড়ির আঙ্গিনায় বেশি বেশি করে ফলজ গাছ লাগান। ফলজ গাছ একদিকে পুষ্টির চাহিদা মেটাবে অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভুমিকা পালন রাখে। পৃথিবীকে আগামী প্রজম্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপনের বিকল্প নাই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার অভিমত ব্যক্ত করেন।