বুধবার , মে ২৪ ২০২৩

উলিপুরে শতভাগ বিদ্যুত সংযোগ বাস্তবায়নের লক্ষ্যে আলোর ফেরিওয়ালা গ্রামে গন্জে

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুরে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে আলোর ফেরিওয়ালা পল্লীবিদ্যুত উলিপুর জোনাল অফিস শতভাগ বিদ্যুত নিশ্চিতকল্পে একদিনে চারশত সংযোগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করে। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুত সমিতি উলিপুর জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দীন, এজিএম ( পরিচালন ও রক্ষণাবেক্ষণ) কাজী মোঃ জসিম উদ্দীন ৩১ শে আগষ্টের মধ্যে উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ও গনমাধ্যমকর্মী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

রবিবার (৩০ আগষ্ট) দুপুড় ১২ ঘটিকার সময় উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের কাশিয়াগাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের বাড়িতে পল্লীবিদ্যুত উলিপুর জোনাল অফিসের আলোর ফেরিওয়ালা টিম মিটার ও সংযোগ প্রদান করে একদিনে চারশত গ্রাহক সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। ধামশ্রেনীর এই এলাকায় ডিজিএম এর উপস্থিতিতে প্রায় ৩০ জন গ্রাহক মিটার ও সংযোগ এবং জামানত ফি বাবদ নির্দিষ্ট ফি ৫৬৫ টাকা করে জমা দিয়ে বিদ্যুত সংযোগ নেন।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে কুড়িলাপবিস উলিপুর জোনাল অফিস উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আলোর ফেরিওয়ালা কর্মসূচীর মাধ্যমে শতভাগ বিদ্যুত নিশ্চিতে কাজ করে চলেছে। পল্লীবিদ্যুত জোনাল অফিস সূত্রে জানা যায়, কয়েকটি টিমের মাধ্যমে আজ প্রায় চারশত গ্রাহকের ঘরে বিদ্যুত সংযোগ প্রদান করা হবে। ৩১ শে আগষ্ট ২০২০ইং এর মধ্যে চরাঞ্চল বাদে জোনাল অফিসের আওতাধীন এলাকাকে শতভাগ বিদ্যুত নিশ্চিত করার লক্ষে ডিজিএম এসএম নাসির উদ্দীন ও এজিএম ( পরিচালন ও রক্ষণাবেক্ষণ) কাজী মোঃ জসিম উদ্দীন,সহকারি জুনিয়র প্রকৌশলী মোঃসাকিরুল ইসলাম,ওয়ারিং পরিদর্শক সদরুন নবী প্রমুখের তত্বাবধানে পুরোদমে কাজ চলছে।

আলোর ফেরিওয়ালা অন দা স্পট থেকে অতি সহজে রশিদের মাধ্যমে ৫৬৫ টাকা জমা দিয়ে বিদ্যুত সংযোগ নেয়া ধামশ্রেণীর শাওন,কামাল,রিয়াজুল হক,মুকুল ও ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর সরকার পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান,তারা অতি সহজে দূর্নীতি ও হয়রানী মুক্ত ভাবে মাত্র ২০ মিনিটে বিদ্যুত সংযোগ পেয়েছেন। স্থানীয় গ্রাহকরা এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ।

ডিজিএম এসএম নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষেই আমরা ঘরে ঘরে কাজ করছি। উলিপুরে ৩১ শে আগষ্টের মধ্যে চরাঞ্চল বাদে শতভাগ ও ডিসেম্বর ২০২০ ইং এর মধ্যে সর্বত্র বিদ্যুত নিশ্চিত করার লক্ষ্যে আলোর ফেরিওয়ালা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন দূর্নীতি ও হয়রানী মুুুুুক্ত গ্রাহক
সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, কুড়িলাপবিস উলিপুর জোনাল অফিসের বর্তমান গ্রাহক সংখ্যা ৭৫ হাজার। সেচ ও শিল্প বিদ্যুত সংযোগের মাধ্যমে এলাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে।

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *