
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ পরিবহনে চাঁদাবাজি বন্ধে মতবিনিময় সভা ও সচেতনতামুলক প্রচারনা অব্যাহত রেখেছে।
রবিবার (৬ ই সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় চিলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম চিলমারী এলাকার বিভিন্ন পয়েন্টে ও স্টান্ডে সড়ক ও পরিবহন চাঁদাবাজি বন্ধে পুলিশ টহল এবং সচেতনতামুলক প্রচারনা চালিয়েছেন বলে জানা গেছে।
সড়ক ও পরিবহনে সমিতি বা কল্যান সোসাইটির নামে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সে লক্ষ্যে ট্রাক শ্রমিক, অটোরিক্সা ও ভ্যান চালক এবং অন্যান্য যানবাহনের শ্রমিক ও মালিকদের নিয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাস্তার গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে জনসংযোগ সভা করেন।
চিলমারী থানা পুলিশের সচেতনতামুলক এ জনসংযোগে পরিবহনে চাঁদাবাজি হলে দ্রুত বিচার আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী উচ্চারন করা হয়। অটো,ইজি বাইক চালকসহ সকল প্রকার যানবাহনের চালকদের সাথে কথা বলা হয় এবং কেউ কোন প্রকার টোল বা চাঁদা দাবী করলে তা স্থানীয় থানার ওসি প্রয়োজনে পুলিশ সুপারের কাছে জানাতে বলা হয় ।
উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সড়ক ও পরিবহনে টোল ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়ে অভিযানের নির্দেশনা দেয়ার পর থেকে
চিলমারী সহ জেলার সকল উপজেলায় যানবাহনে চাঁদাবাজির কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশি কঠোর নজরদারী অব্যাহত রাখা হয়েছে বলে আমাদের সকল উপজেলা প্রতিনিধিরা প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।