মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / পরিবহনে চাঁদাবাজি বন্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশ পরিবহনে  চাঁদাবাজি বন্ধে মতবিনিময় সভা ও সচেতনতামুলক প্রচারনা অব্যাহত রেখেছে।
রবিবার (৬ ই সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় চিলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম চিলমারী এলাকার বিভিন্ন পয়েন্টে ও স্টান্ডে সড়ক ও পরিবহন চাঁদাবাজি বন্ধে পুলিশ টহল এবং সচেতনতামুলক প্রচারনা চালিয়েছেন বলে জানা গেছে।

সড়ক ও পরিবহনে সমিতি বা কল্যান সোসাইটির নামে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সে লক্ষ্যে ট্রাক শ্রমিক, অটোরিক্সা ও ভ্যান চালক এবং অন্যান্য যানবাহনের শ্রমিক ও মালিকদের নিয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাস্তার গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে জনসংযোগ সভা করেন।

চিলমারী থানা পুলিশের সচেতনতামুলক এ জনসংযোগে পরিবহনে চাঁদাবাজি হলে দ্রুত বিচার আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী উচ্চারন করা হয়। অটো,ইজি বাইক চালকসহ সকল প্রকার যানবাহনের চালকদের সাথে কথা বলা হয় এবং কেউ কোন প্রকার টোল বা চাঁদা দাবী করলে তা স্থানীয় থানার ওসি প্রয়োজনে পুলিশ সুপারের কাছে জানাতে বলা হয় ।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সড়ক ও পরিবহনে টোল ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়ে অভিযানের নির্দেশনা দেয়ার পর থেকে
চিলমারী সহ জেলার সকল উপজেলায় যানবাহনে চাঁদাবাজির কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশি কঠোর নজরদারী অব্যাহত রাখা হয়েছে বলে আমাদের সকল উপজেলা প্রতিনিধিরা প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।

About admin

Check Also

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

মানিকগঞ্জের ঘিওরে ৩১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুরী ইউনিয়নে ৩১ জন শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *