মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / দিনাজপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

দিনাজপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে আন্তার্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ (৮ সেপ্টেম্বর) উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবসটির আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

সাক্ষরতা দিবসে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন,’ আমাদের কাজ হবে আগে একটি জরিপ করা। কতজন মানুষ এখনো নিরক্ষর আছেন সেই হিসেবটা বের করা। এ বিষয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও গুলো সহযোগিতা করতে পারেন। সেই তালিকা করে আমাদের যেসব শিক্ষার্থীরা এসএসসি বা এইচএসসি পরীক্ষার পর ফাঁকা সময় পান সেই সময়টা তারা এসব মানুষের জন্য কাজ করতে পারেন। এই কাজ গুলো করতে হবে স্বেচ্ছায়। যারা আগ্রহী তারাই এসব কাজে এগিয়ে এসে নিরক্ষতা দূর করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতে পারেন।’

সাক্ষরতা দিবসের আলোচনা সভা শেষে দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ২১জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমর কুমার রায় চৌধুরী,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক দিলীপ কুমার সরকার, জেলা সরকারি গণগ্রন্থারের সহকারি লাইব্রেরিয়ান মাহবুবা আক্তার প্রমুখ।

About admin

Check Also

চিলমারীতে দশ দিনের প্রশিক্ষণ ৫দিনে শেষ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক দশ দিনের শিক্ষক প্রশিক্ষণ ৫দিনে …

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *