
চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বুধরার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে ত্রান বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাফর আলী সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলিগ কুড়িগ্রাম জেলা।রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য জাকিউল ইসলাম ও রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার এ বি এম বায়জিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্, জেলা পরিষদ সদস্য বুলবুল ও রেজাউল করিম রেজা , বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন আপনারা করোনা ভাইরাস থেকে সতর্ক থাকুন ও নিয়ম মেনে চলুন।আওয়ামীলিগ সরকার আপনাদের পাশে সব সময় আছে। ভয় পাওয়া কিছুই নেই আপনাদের।