
দিনাজপুর প্রতিনিধিঃ
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দিনাজপুর- ২ বিরল- বোচাগন্জ আসনের এমপি খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে করেনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সহযোগিতায় বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মোকাদ্দেস হোসেনের নিকট ওই স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সহ বিভিন্ন উপকরণ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মো. সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মো. আকতার হোসেন, যুগ্নসাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি আবদুল মালেক, বোচাগন্জের ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।