
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি আমন মৌসুমে ধানের ক্ষেতে নানা ধরণের রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমন চাষের মাঝামাঝি সময়ে এসে ফসলের এমন পরিনতিতে কৃষকগণ চরম দুশ্চিন্তার পড়েছেন। চারা রোপনের পর থেকে কৃষাণ-কৃষাণীর পরম যত্নে সবুজ সতেজতায় বেড়ে ওঠে চারা গাছ গুলো।সবুজের ঢেউ খেলা করে আমনের ক্ষেতজুরে। কৃষকরাও ভাল ফলনের আশায় বুক বাঁধেন। ফসল ঘরে তুলে নবান্ন উৎসবে মেতে ওঠার স্বপ্ন দেখেন তারা। তবে তাদের আশার পাতে ছাঁই। স্বপ্নের ধান ক্ষেতে হানা দিয়েছে নানা ধরনের পোকা-মাকড়সহ রোগবালাই। মাজরা, পাতা মোড়ানো, গাছের গোড়ায় পঁচন, খোলপোড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে সবুজ ক্ষেত এখন হলদে বিবর্ণ হয়ে গেছে। পোকার আক্রমণ থেকে রেহাই পেতে নানা ধরনের কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা। উপজেলার বড়ভিটা গ্রামের কৃষক আশরাফুল আলম ও আবুল হোসেন বলেন, বন্যার কারণে এবারে আমন চারা একটু দেরিতে রোপন করা হলেও অল্প দিনেই তা বেশ স্বাস্থ্যবান ভাবেই বেড়ে ওঠে। আমন চাষাবাদের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ দেখা দিয়েছে রোগবালাইসহ পোকা-মাকড়ের উপদ্রব। ফলে আশানুরূপ ফসন পাওয়া নিয়ে চিন্তায় আছি। উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষক বাবুল সরকার ও ফরিদ উদ্দিন বলেন, রোগবালাই ও পোকা-মাকড়ের আক্রমনে ক্ষেতের ধান গাছ মরে যাচ্ছে। পোকা নিধনে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে কোন ফলাফল পাওয়া যাচ্ছে না দিনেদিনে ফসলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।