
স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৪টায় ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে শহরের দেশবাংলা ফাউন্ডেশনের হলরুমে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি দীপু লাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নাগরিক ফোরাম নেতা প্রভাষক অমরেশ রায় চৌধুরী, বশির আহম্মেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন নাসিমা আক্তার, মুক্তা বেগম, শাকিল রনি, রানা মৃধা, সাংবাদিক রুহুল আমিন রুবেল, এইচএম মিজানুর, নজরুল ইসলাম ও উজ্জ্বল রহমান প্রমূখ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি কবি এমএ মুসা।
উল্লেখ্য, সাংবাদিক ও সংগঠক আহমেদ আবু জাফর গত ৪ অক্টোবর থেকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।