
কুড়িগ্রাম প্রতিনিধি –
কুড়িগ্রামে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ১০ জন পুলিশ সদস্যকে জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ সদস্য হিসেবে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। আলোচনা সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা বিধান ও স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন নিশ্চিত করতে উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম।
সোমবার ( ১৯ শে অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটের সময় পুলিশ সুপার কার্যালয় হলরুমে মাসিক ( সেপ্টেম্বর) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গত মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ সংক্রান্তে আলোচনা ও অপরাধ নিয়ন্ত্রনে করনীয় শীর্ষক দিকনির্দেশনা প্রদান করা হয় ।
সভার প্রারম্ভে সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদান রাখার জন্য ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল হাসান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল উৎপল কুমার রায়, এএসপি শওকত মাহমুদ সহ সকল থানার অফিসার ইনচার্জ গন।
মাসিক পর্যালোচনা সভা শেষে গত কয়েক মাসে অবসর ছুটিতে যাওয়া ছয়জন কনস্টবলকে বিদায়ী সংবর্ধনাও প্রদান করা হয়।
জেলা পুলিশ কুড়িগ্রামের( সেপ্টেম্বর ২০২০ ইং) শ্রেষ্ঠ পুলিশ সদস্য হিসেবে পুরস্কারপ্রাপ্তরা হলেন –
শ্রেষ্ঠ সার্কেল কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানার মোঃ মাহফুজার রহমান, শ্রেষ্ঠএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ারুল কবির, শ্রেষ্ঠ এ এস আই ও রংপুর রেঞ্জ এ শ্রেষ্ঠ এএসআই কুড়িগ্রাম সদর থানার মো শাহিনুর রহমান।
এছারাও শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার গ্রহন করেন জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি) কুড়িগ্রামের এএসআই (নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান, বিট পুলিশিং কার্যক্রমে এইবার প্রথম সেবা প্রদানকারী শ্রেষ্ঠ বিট পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হন উলিপুর থানার এস আই ( নিরস্ত্র) মোঃ মশিউর রহমান।
জেলা পুলিশ ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হন মোস্তফা আনোয়ার আহম্মেদ। শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে পুরস্কৃত হন এ এস আই ( নিরস্ত্র)মোঃ আজিজুল হক, শ্রেষ্ঠ কনস্টেবল মটরযান শাখার কনস্টেবল (৪১নং) মোঃ মুক্তার হোসেন
বিশেষ পুরস্কারপ্রাপ্ত হিসেবে নির্বাচিত হন কনস্টেবল ( ১০১১নং) মোঃসাজ্জাদ হোসেন, ডিএসবি,কুড়িগ্রাম।