
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দেবী দুর্গার আগমন উপলক্ষে ফুলবাড়ীতে প্রতিটি পুজা মন্দিরে এখন চলছে পুজা আয়োজনের তোড়জোড় । শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর চরে দৃষ্টি নন্দন কাশবন যেন জানান দিচ্ছে দেবীর আগমনী বার্তা। ১১সেপ্টেম্বর মহালয়ার মধ্যদিয়ে শুভ সূচনা হয় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজা।
হিন্দু শাস্ত্রীয়মতে, প্রতি বছরই মা দুর্গা কোনো না কোনো বাহনে চরে মর্তে আগমন ঘটে।
সনাতন ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। শেষ হবে ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
এ উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, পুজার আয়োজন সফল করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে আয়োজকরা। পুজার দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততা ততই বেড়ে চলছে।
উপজেলার উত্তর বড়ভিটা হরিরহাট সার্বজনীন পুজা মন্দিরের সাধারণ সম্পাদক রাজকান্ত সরকার বলেন, সরকারি নির্দেশনা মেনে আমরা পুজো আয়োজনের সকল প্রস্তুতি গ্রহন করেছি। উত্তর নওদাবস সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রমোদ চন্দ্র রায় বলেন, আমাদের মন্দিরে পুজা আয়োজনের সব কাজ শেষের দিকে।
উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় জানান, এবারে ফুলবাড়ী উপজেলায় ৬৬ টি পুজা মন্ডপে দুর্গা পুজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে এবং তা সরকারি নির্দেশনা মেনে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।