শনিবার , এপ্রিল ২০ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রামে আলোচিত লুৎফর হত্যা মামলার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী সিরাজুল গ্রেফতার

কুড়িগ্রামে আলোচিত লুৎফর হত্যা মামলার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী সিরাজুল গ্রেফতার

 স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে আলোচিত লুৎফর হত্যা মামলার প্রধান আসামী হলোখানা ইউনিয়নের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

আলোচিত এই হত্যা মামলা সহ একাধিক ওয়ারেন্টভূক্ত মামলার আসামী ছিলেন তিনি। তাকে গ্রেফতারের ঘটনায় সর্বস্তরের মাঝে স্বস্তি ফিরেছে। গতকাল ভোরে কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের
মদাজালফাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস.আই শাহীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম হলোখানা ইউনিয়নের মদাজালফাড়া গ্রামের হাছেন উদ্দিনের পুত্র। সিরাজুল তার নিজ ইউনিয়নে একটি সম্মিলিত সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে।
তার বিরুদ্ধে হত্যা মামলা, পুলিশবাদী মামলা সহ একাধিক মামলা ও নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যার মামলা নং- ২৮৭/১৪, পুলিশবাদী মামলা নং-৮৯/২০(কুড়ি), ইউপি সদস্য খাইরুল ইসলাম কর্তৃক দায়ের কৃত মামলা নং- ১২৭/২০১৯, আমজাদ হোসেনের দায়েরকৃত মামলা নং-৫৬২/১৭, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক কর্তৃক দায়ের কৃত মামলা নং-১৩৬/১৭ সহ একাধিক মামলা ও অভিযোগ তার বিরুদ্ধে চলমান রয়েছে। অনেক মামলা ঝিমিয়েও পড়েছে।

মামলার বাদী মোঃ আব্দুল জলিল জানান, আমার ছেলের মাথায় চাপাতি দিয়ে কোপার কারণে সে দীর্ঘ ৮ মাসেও চিকিৎসা নিচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, সর্বশেষ গত ১০.০৩.২০ইং হলোখানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল এর পুত্র হলোখানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুর রহমান (মমিন)কে অতর্কিতভাবে চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম সদর থানায় গত ১৩.০৩.২০ইং একটি মামলা দায়ের করা হয়। যার নং-১১। এই মামলায় সে দীর্ঘদিন আত্মগোপনে থাকলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

About admin

Check Also

কুড়িগ্রামে পিক-আপে গানবাজনা ও বেপরোয়া মোটর সাইকেল চালানোয় অর্ধশত মামলা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের দিনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে …

রৌমারীতে ১৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল …

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *