সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

 

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য পনির উদ্দীন আহমেদ।

শনিবার( ৩১ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন মাঠ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এর আহবায়ক সাংবাদিক সফি খান, সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, ডঃ আনোয়ার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অধ্যক্ষ নুর বখত প্রমুখ।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে কুড়িগ্রাম পৌরসভার পৌর কমিশনার মাসুদুর রহমান মাসুদ ও শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক হিসেবে সদর থানার নাজমুস সাকিব সজিব কে পুরস্কৃত করা হয়।।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *