
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অালোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সনদ পত্র বিতরণ এবং অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআর ডিবি চেয়ারম্যান মজিবর রহমান, সারওয়ার পারভেজ(ওসি তদন্ত), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।