
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রুঙ্গামারীতে দুধকুমর নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দপুরে (২ নভেম্বর) এই মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধের নাম ছেনছার আলী (৯৮)। সে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৩ নং ওয়াডের্র নন্দন পাড়ার বিলাতির ভিটা গ্রামের মৃত বাটালু শেখের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালির হাটের চারমাথা এলাকার দুধকুমর নদীতে সোমবার সকালে একটি মরদেহ ভাসতে দেখে এলাকা বাসী। ভ‚রুঙ্গামারী থানা পুলিশ খবর পেয়ে ওসি (তদন্ত) জাহেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দুপুরে নদী থেকে মরদেহটি তুলে থানায় নিয়ে আসে।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আলম শফি জানান মৃত ছেনছার আলী খুব গরীব মানুষ ও মানসিক রোগী ছিলেন। মাঝে মাঝে সে বাড়ি থেকে বের হয়ে যেত। সে ভবঘুরে টাইপের। মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে ২ দিন আগে সে বাড়িতে না জানিয়ে বেড়িয়ে গিয়েছিল।পরে জানতে পারি ভ‚রুঙ্গামারীর দুধকুমর নদীতে তার মরদেহটি পাওয়া গেছে এবং তা ভ‚রুঙ্গামারী থানার হেফাজতে আছে।
ভ‚রুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: আতিয়ার রহমান মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেন।