
ছৈয়দ মুহাম্মদ আরিফুল ইসলাম পটিয়া থেকেঃ-
পটিয়ার ছনহরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে আমিন শরীফ এর বাড়িতে আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক গৃহ নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মৃত আমিন শরীফ এর ছেলে নুরুল আলম বাদী হয়ে একই বাড়ির বদিউল আলম এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত নুরুল আলম এর সাথে বদিউল আলম এর মধ্যে পৈত্রিক সম্পক্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্তে নুরুল আলম ২৭ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রাম (দক্ষিণ) ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৫ ধারা বিধান মতে মিছ মামলা নং ১৯৭৬/২০ ইং দায়ের করে। আদালত উক্ত বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করে। কিন্তু প্রতিপক্ষ বিবাদী বদিউল আলম ৩ অক্টোবর সকাল ৮টার সময় আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক গৃহ নির্মাণ কাজ চালায়। নুরুল আলম বাঁধা দিলে তাকে হত্যার হুমকি দেয় পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। এছাড়াও নুরুল আলমকে বদিউল আলম বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিলে বদিউল আলম এর বিরুদ্ধে ৮ অক্টোবর পটিয়া থানায় একটি জিডি নং ৪৬৬/২০ ইং দায়ের করে। তদন্ত কর্মকর্তা এসআই মুক্তার হোসেন ভুঁইয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে বিবাধী বদিউল আলম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নুরুল আলম জানান, বদিউল আলম আমার মেয়ের জামাই মহিউদ্দিন হত্যা মামলার আসামি আর এই মামলায় আমি স্বাক্ষী যাতে আমি আদালতে স্বাক্ষী না দেওয়ার জন্য এবং আমার সম্পক্তি আর্তসাৎ করতে সে সন্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগ করেন।