
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে আশ্রয়ণ -২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য খাস জমির বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ নিমাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৪ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের দুটি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ৫ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুই কক্ষবিশিষ্ট দুটি আবাসিক ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।প্রকল্পের সুবিধাভোগিরা হলেন ওই এলাকার ভূমিহীন ও গৃহহীন দিনমুজুর মজিদুল ইসলাম ও জোবেদ আলীর পরিবার। একই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ১৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির বন্দোবস্ত প্রদান ও গৃহ নির্মাণ করে দেয়া হবে বলে জানা গেছে।
গৃহনির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া প্রমুখ।