
বাস্তভিটা হীন প্রতিবন্ধী পরিবারের একটি ঘরের জন্য আকুঁতি
মোঃ মজিবর রহমান,সিনিয়র স্টাফ রিপোর্টাঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর নাই জমি নাই এমন একটি প্রতিবন্ধি পরিবার, দীর্ঘ্য ৩০ বছর যাবৎ বসবাস করছে অন্যের জায়গায়। জীবনের শেষ পর্যায়ে এসে একটি ঘরের জন্য আকুঁতি জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। প্রতিবন্ধি কাশেমের তিনটি সন্তানের মধ্যে ২টিই প্রতিবন্ধি। জনা গেছে হাসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ হাউরিটারী মৃত হানিফ উদ্দিনের পুত্র আবুল কাশেমের (৫৫) সারাটি জীবন কেটেছে অন্যের ঝোপে ঝারে, কারও করুনা করা জমিতে। কাশেমের পরিবারে তার বড় মেয়ে আসনা (৩০) বাক প্রতিবন্ধি, ২য় মেয়ে হাছেনা (২৮) ঢাকায় স্বামী সহ গার্মেন্স ফ্যাক্টরীতে চাকুরী করে। ছোট ছেলে আজাদ আলী বাক প্রতিবন্ধি (২২) শ্রমিকের কাজ করে বাবাকে সাহাজ্য করার চেষ্টা করছে। অন্যের জায়গায় মেয়ে জামাইয়ের দেয়া একটি কুরে ঘরে সংসার চালাচ্ছে তারা। আবুল কাশেমের সাথে কথা বললে সে জানায় ইউনিয়ন পরিষদের নির্ধারিত কোন কার্ড বা সরকারী সাহায্য সহযোগিতা তার ভাগ্যে জোটেনি এখনও। প্রতিবন্ধি সন্তানদের নিয়ে শরীর খাটিয়ে সংসার চালছে তার। স্ত্রী আজভান বেগম জানায়, অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে কোন রকমে বেচে আছি।
অসহায় দুস্থ্য দিনমজুর বাকপ্রতিবন্ধি বাস্তুভিটাহীন কাশেম আলীর পরিবার বাকিটা জীবন মাথা গোজার ঠাই হিসাবে একটি ঘরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছেন।