
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রৌমারী খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
নিহতের নাম হাসিনুর রহমান (৩০)। সে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের আবুল হোসেনের পুত্র। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, হাসিনুর রহমান শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩ এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যায়।
এ সময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা গুলি ছুড়ে। এতে হাসিনুরের বুকে ও পেটে গুলি লেগে গুরুতর আহত হয়। রাতেই তার সহকর্মীরা আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কথা হলে রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।