
বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লেগেছে। আজ রোববার বেলা তিনটার দিকে সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ,এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছে। সেখান এখন ৬টি ইউনিট কাজ করছে।
বনানীর আনসার ক্যাম্প ও কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনি অবস্থিত।
এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও বোঝা যাচ্ছে না। পরে জানা যাবে।