
মোঃ মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের সুবর্ণ নাগররিক কার্ড বিতরণ করা হয়েছে। “আজ প্রতিবন্ধিরাও সমাজের বোঝা নয়,তাদেরও প্রতিভা আছে,তারা এখন দেশের সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদীবেষ্টিত চর বলরামপুর গ্রামে যমুনা সংস্থা কর্তৃক পরিচালিত সায়মা ওয়াজেদ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের ২২ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে গতকাল ৯ ডিসেম্বর সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। এখন থেকে এই ২২ জন প্রতিবন্ধির শিশু পরিবারের কাছে আর বোঝা হয়ে থাকবেনা। তারা লেখা পড়ার পাশাপাশি সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছালেকুল ইসলাম জানান উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝেও পর্যায়ক্রমে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হবে। কোমলমতি প্রতিবন্ধি শিক্ষার্থীরা বলেন আমরা সুবর্ণ নাগরিক কার্ড পেয়ে খুব খুশি হয়েছি। প্রতিবন্ধি শিক্ষক ও অভিভাবকরা বলেন আজ থেকে আমার প্রতিবন্ধি শিশুটি আমাদের কাছে আর বোঝা নয় বলে মনে হচ্ছে।