
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার ইনচার্জ অফিসার মোঃ আমিনুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমূখ।