
রফিকুল ইসলাম,সিনিয়র রিপোর্টারঃ
রাজারহাট উপজেলা সদর বাজারে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিরসনকল্পে ১৬টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও বণিক সমিতির যৌথ সহায়তায় গতরাতে উপজেলা সদর বণিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, ওসি মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইয়াছিন আলী প্রমূখ।