শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
Home / সারা দেশ / নাগেশ্বরীতে মিনি গার্মেন্টস তৈরি করা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি

নাগেশ্বরীতে মিনি গার্মেন্টস তৈরি করা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি

মোঃ আব্দুস ছালাম,নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী বিদ্যুৎ পাড়ায় তৈরী হয়েছে মিনি গার্মেন্টস। এতে বেকার যুব ও মহিলাদের জন্য তৈরী হয়েছে কর্মসংস্থান। করোনার কারনে ঢাকায় গার্মেন্টস শ্রমিক চাকুরী হারিয়ে বাড়ীতে বেকার থেকে মানবতার জীবন যাপন করছিল অনেকে। করোনা কালিন সময়ে নাগেশ্বরীর শহিদুল ইসলাম শহিদ নিজ উদ্দ্যোগে নাগেশ্বরীর বিদ্যুৎ পাড়ায় তৈরী করে বিএম গার্মেন্টস। এখানে তৈরী করা হয় প্যান্ট,শার্ট,কম্বল,বোরকা,ফ্রোকসহ বিভিন্ন জাতের পোশাক সামগ্রী। আর এই গার্মেন্টসে প্রায় ২৫/৩০জন শ্রমিক প্রতিদিন কাজ করে তাদের সংসার চালায়। শ্রমিক ফজিলা বেগমের সাথে কথা বললে সে জানায় আমি বাড়ীতে বেকার বসেছিলাম এখানে চাকুরী করে যা বেতন পাই তাতে আমার সংসার চলছে। শ্রমিক শাকিল আহমেদ বলেন, আমি ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতাম করোনায় চাকুরী চলে যাওয়ায় বাড়ীতে বেকার বসে ছিলাম এখন এখানে চাকুরী পেয়ে অনেক খুশি। প্রতিবেশি আব্দুল হান্নান মাষ্টার বলেন গ্রামে এ ধরনের কোন প্রতিষ্ঠান নাই, তাই এই প্রতিষ্ঠানটি তৈরী করে বেকারদের কাজের ব্যবস্থা করায় আমরা এলাকাবাসী শহিদুলের প্রতি কৃতজ্ঞ প্রকেশ করছি। ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন ক্ষুদ্র আকারে এই গার্মেন্টস সহ বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই আমার একমাত্র লক্ষ।

About admin

Check Also

কাউনিয়ায় খাদিজাতুল কুবরা(রা:)মহিলা মাদ্রাসায় ইফতার মাহফিল

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান …

কাউনিয়া কে স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মুকুলের

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর)থেকে কাউনিয়া উপজেলা কে একটি আদর্শ জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে …

চিলমারীতে সংবাদ সম্মেলন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নিজ ছেলে ও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আছমা বেগম(৪৯) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *