
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতায় জুবুথুবু ১০০ জন গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের সদ্যবিদায়ী মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মহোদয়ের নিজ উদ্যোগে ফুলবাড়ী থানা চত্বরে কম্বল বিতরণ উপলক্ষ্যে থানা জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পরে গরীব অসহায়দের মাঝে নিজ হাতেই কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে আছে। আপনারাও মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন মাদক চোরাকারবারিদের তথ্য দিন। পাশাপাশি সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,তদন্ত অফিসার সারোয়ার পারভেজ, সিনিয়র এসআই হাবিবুর রহমান হাবিব সহ ফুলবাড়ী থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।